Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)

কুমারখালী,  কুষ্টিয়া

    বিআরডিবির নাগরিক সেবা

 

 

ক্রঃ

নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন ও ইমেইল)

উর্দ্ধতন কর্মকর্তা (যার কাছে আপীল/অভিযোগ করা যাবে)

(১) বিআরডিবির মূলকার্যক্রম (দ্বিস্তর বিশিষ্ট সমবায় পদ্ধতি বাস্তবায়ন)

পল্লী এলাকায় কৃষক সমবায় সমিতি গঠন

৮ সপ্তাহ

  • জরিপ ফরম;
  • সদস্য অন্তর্ভুক্তি আবেদন ফরম;
  • সভার রেজুলিউশনের কপি;
  • সভ্য রেজিস্টার ও অন্যান্য বহি;
  • পাশ বহি।

আবেদনপত্রের ফরমঃ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

অন্যান্যঃ সংশ্লিষ্ট সদস্য/সমিতি।

  -

প্রত্যেক সদস্যের ভর্তি ফি বাবদ ১০/- টাকা (ব্যাংকে জমা)।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

 

 

 

উপপরিচালক

জেলাদপ্তর কুষ্টিয়া

ফোনঃ

ইমেইলঃ ddkushtia@brdb.gov.bd

প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনে সহায়তা করণ।

৬০দিন

  • আবেদনপত্র (ফরম-৩), পাসপোর্ট আকারের এক কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের কপি;
  • সমিতির উপআইন, প্রয়োজনীয় রেজিস্টার; শেয়ার-সঞ্চয়ের ব্যাংক বিবরণী এবং সমিতির অফিসের ঠিকানার প্রত্যয়নপত্র;

প্রাথমিক সমিতি কর্তৃক নিবন্ধন ফি বাবদ ৫০/- এবং ভ্যাট বাবদ ০৮/- টাকার ট্রেজারি চালান।

 

সদস্যদের মূলধন গঠন (শেয়ার ক্রয় ও সঞ্চয় জমা)

৫দিন

  • পাশবহি, রশিদবহি ও ডব্লিউসিএস
  • ব্যাংক-জমার তিন- পার্ট রশিদ

-

 

দক্ষতা উন্নয়ন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ

৭-১৫ দিন

সদস্য মনোনয়নে প্রাথমিক সমিতি/পল্লী উন্নয়ন দলের সাপ্তাহিক সভার সিদ্ধান্ত সম্বলিত রেজুলিউশনের কপি।

সংশ্লিষ্ট সমিতি/দল

-

 

ঋণ সহায়তা

৭-১৫দিন

  • প্রাথমিক সমিতি/পল্লী উন্নয়ন দলের সাপ্তাহিক সভার রেজুলিউশনের কপি;  প্রত্যেক সদস্যের পাসপোর্ট আকারের এক কপি ছবি ;
  • ঋণের আবেদনপত্র, তমসুক, ডিপিনোট আমোক্তারনামা, মর্টগেজ এবং উৎপাদন পরিকল্পনা।

প্রাপ্তিস্থান: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও বিআরডিবির ওয়েবসাইট (www.brdb.gov.bd

 

 

 

 

বিভিন্ন দারিদ্র বিমোচন মূলক প্রকল্প/র্মসূচি

ক্রঃ

নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন ও ইমেইল)

উর্দ্ধতন কর্মকর্তা (যার কাছে আপীল/অভিযোগ করা যাবে)

পল্লী উন্নয়ন দল গঠন।

৮ সপ্তাহ

  • আবেদনপত্র, প্রত্যেকের পাসপোর্ট আকারের এককপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের কপি;
  • পাশবহি ও প্রয়োজনীয় সংখ্যক রেজিস্টার।

আবেদনপত্রের ফরমঃ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

অন্যান্যঃ সংশ্লিষ্ট সদস্য/দল।

প্রত্যেক সদস্যের ভর্তি ফি বাবদ ১০/- টাকার রশিদ,  ব্যাংকে জমা।

পাশবহির মূল্য ১৫ টাকা

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

সকল উপজেলা

 

 

কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মূলধন (ঋণ তহবিল) যোগান ও তদারকি

৭-১৫দিন

  • প্রাথমিক সমিতি/পল্লী উন্নয়ন দলের সাপ্তাহিক সভার রেজুলিউশনের কপি;  প্রত্যেক সদস্যের পাসপোর্ট আকারের এক কপি ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি
  • ঋণের আবেদনপত্র, তমসুক, ডিপিনোট আমোক্তারনামা, মর্টগেজ (কৃষক/মহিলা সমিতির ক্ষেত্রে) এবং উৎপাদন পরিকল্পনা (কৃষক সমিতির ক্ষেত্রে)

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও বিআরডিবির ওয়েবসাইট (www.brdb.gov.bd)

 

 

 

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের কর্মসংস্থানের জন্য নামমাত্র সেবামূল্যে ঋণ সহায়তা

৭-১৫দিন

  • মুক্তিযোদ্ধা সনদের কপি, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সনদের কপি, ইউনিয়ন পরিষদের প্রত্যয়ন, তিনশ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা
  • ঋণের আবেদনপত্র, এক কপি ছবি, দায়বদ্ধকরণপত্র ও অঙ্গীকারনামা

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও বিআরডিবির ওয়েবসাইট (www.brdb.gov.bd)

সদস্য পাশবহি বাবদ ১৫/- টাকা

(ব্যাংকে জমা)

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

সকল উপজেলা

 

অপ্রধান শস্য উৎপাদন উৎসাহিতকরণে দলের সদস্যদের কৃষি ব্যাংকের মাধ্যমে ৪% সুদে ঋণের যোগান (প্রকল্প এলাকার জন্য)

৭-১৫দিন

কৃষি ব্যাংকের প্রচলিত ব্যবস্থা মোতাবেক আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্র

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

-

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

সকল উপজেলা

 

 

 

 

 

 

 

ক্রঃ

নং

সেবার নাম

সেবা

প্রদানের সময়সীমা

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন ও ইমেইল)

 

 

 

সুফলভোগীদের উৎপাদিত পণ্যের মার্কেটিং লিংকেজ।

১-১৫ দিন

-

 

-

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

 

সুফলভোগী সদস্যদের কৃষি ও অকৃষিপণ্যের উৎপাদন কৌশল, উপযুক্ত প্রযুক্তি ও বিপণন বিষয়ে তথ্য ও পরামর্শ প্রদান

তাৎক্ষণিকঅথবা প্রয়োজনীয় ক্ষেত্রে ১-২দিন

 

 

 

 

 

১২

বনায়ন ও বৃক্ষরোপণ

বন বিভাগ থেকে চারা প্রাপ্তি সাপেক্ষে

 

 

প্রতিটি চারাগাছ বিনামূল্যে/নামমাত্র মূল্যে (স্থানীয়ভাবে নির্ধারিত)

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

 

১৩

বিবিধ সামাজিক সমস্যা, স্যানিটেশন প্রভৃতি বিষয়ে এ্যাডভোকেসি সেবা

তাৎক্ষণিক

প্রয়োজন নেই

-

-

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

 

১৪

জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা নিরূপণ ও সমাধান।

(পিআরডিপি-৩ প্রকল্পভুক্ত এলাকায়)।

৩দিন

গ্রামোন্নয়ন কমিটির সভার রেজুলেশন

-

-

ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

উপপরিচালক সংশ্লিষ্ট জেলা/প্রকল্প পরিচালক

১৫

মাসিক সভার মাধ্যমে গ্রাম পর্যায়ে জাতিগঠনমূলক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করা।

(পিআরডিপি-৩ প্রকল্পভুক্ত এলাকায়)।

সর্বোচ্চ ১ মাস

গ্রামোন্নয়ন কমিটির সভার রেজুলেশন

 

বিনামূল্যে

ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

উপপরিচালক সংশ্লিষ্ট জেলা/প্রকল্প পরিচালক

১৬

পল্লী অঞ্চলে ক্ষুদ্র ভৌত অবকাঠামো উন্নয়ন।

 (পিআরডিপি-৩ প্রকল্পভুক্ত এলাকায়)।

২১-৩০ দিন

  • গ্রাম কমিটির রেজুলেশন;
  • ইউনিয়ন সমন্বয় কমিটির সভার রেজুলেশন;
  • স্কিমের প্রাক্কলন ও স্কিম প্রস্তাবনা;
  • গ্রামবাসীদের ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধের সনদ;
  • প্রাক্কলিত মূল্যের গ্রামবাসীদের অংশ প্রদানের বিবরণী ব্যয়ের প্রাক্কলন প্রস্তুত;
  • প্রাক্কলিতব্যয়ের গ্রামবাসীর অংশবাবদ ২০% অর্থের চেক এবং ইউনিয়ন পরিষদের অংশের ১০%  অর্থের চেক/ব্যাংক জমার রশিদ;
  • ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের প্রত্যয়নপত্র।
  •  স্কিমের সাইট ম্যাপ প্রভৃতি।

গ্রাম কমিটি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ

প্রাক্কলিত ব্যয়ের ২০% সুবিধাভোগীগণ এবং ১০% ইউনিয়ন পরিষদ বহন করবে

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

উপপরিচালক সংশ্লিষ্ট জেলা/প্রকল্প পরিচালক